নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৬১ জনের করোনা শনাক্ত। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বে'ড়ে দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে। এতে ২৪ ঘণ্টায় ২৯,৮৭৯ জনের ন'মুনা পরীক্ষা করে করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) দেশে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জনে। টা'না আটদিন ধরে শতাধিক মৃত্যু দেখছে দেশ।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ত'থ্য জানানো হয়।