রবিবার, ০৪ জুলাই, ২০২১, ১০:১১:১০

৫ কেন্দ্রীয় নেতা সহ করোনায় মারা গেছে আওয়ামী লীগের ১ হাজার নেতাকর্মী: তথ্যমন্ত্রী

৫ কেন্দ্রীয় নেতা সহ করোনায় মারা গেছে আওয়ামী লীগের ১ হাজার নেতাকর্মী: তথ্যমন্ত্রী

দেশজুড়ে চলছে সাতদিনের কঠোর লকডাউন। করোনা নিয়ন্ত্রণে আপ্রান চেষ্টা করে যাচ্ছে সরকার। এনিয়ে আজ কথা বলেছেন তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের ৫ কেন্দ্রীয় নেতা মৃ'ত্যুবরণ করেছেন। এছাড়াও সারাদেশে প্রায় এক হাজার নেতাকর্মী করোনায় মা'রা গেছে। এরপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে।

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলাসহ করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে