সোমবার, ০৫ জুলাই, ২০২১, ০৯:১৪:০৬

চলমান 'লকডাউন' আবারো বাড়ানোর ব্যাপারে যা জানা গেল

 চলমান 'লকডাউন' আবারো বাড়ানোর ব্যাপারে যা জানা গেল

ভ'য়াবহ করোনা মো'কাবেলায় সারাদেশজুড়ে চলছে সাতদিনের কঠোর লকডাউন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লকডাউন থাকবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। 
 তবে চলমান এই বিধিনিষেধ আরো ৭ দিন বাড়তে পারে। তবে ঈদের আগে পরিস্থিতি দেখে লকডাউন কিছুটা শিথিলও হতে পারে। বুধবারের মধ্যে এনিয়ে সি'দ্ধান্ত আসতে পারে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। মৃ'ত্যুর সংখ্যা এখনো একশ’র বেশি। তাই বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে ৭ দিন বাড়তে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে