ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (আরএনপিপি) কর্মরত ২৩১ জন রাশিয়ানসহ ৩ হাজার বাঙ্গালী কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রাশিয়ানদের মধ্যে ১৪৪ জন চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর বাংলাদেশি শ্রমিকরা নিজ বাড়ি ও ভাড়া বাসায় থেকে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল রবিবার দুপুরে নির্মাণাধীন আরএনপিপি প্রকল্পের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান রূশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) মেডিক্যাল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) চিকিৎসক মোহাম্মাদ ফখরুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবকল্পনা কর্মকর্তা ডাক্তার এফএ আসমা খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরএনপিপিতে কর্মরত বিভিন্ন কম্পানি এবং হাসপাতাল সূত্রে জানা যায়, প্রকল্পে কর্মরত রাশিয়ানদের মধ্যে ২৩১ জন করোনায় আক্রান্ত হন। তাদের দেশের চারটি হাসপাতাল ও ডায়াগোনেস্টিক সেন্টারে ভর্তি করা হয়। বতর্মানে ১৪৪ জন রাশিয়ান এখনো চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৪৬ জন রাশিয়ার নাগরিক রাজশাহীর সিডিএম হাসপাতালে, ৩৫ জন ঈশ্বরদীর নিউ গ্রিন সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ৪৫ জন শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং ২২জনকে বাড্ডায় এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন।-কালের কণ্ঠ