সোমবার, ০৫ জুলাই, ২০২১, ১০:৩৫:১৭

ঈদে লকডাউন থাকবে কি-না, যা জানালেন প্রতিমন্ত্রী

ঈদে লকডাউন থাকবে কি-না, যা জানালেন প্রতিমন্ত্রী

করোনার থাবা থামানো যাচ্ছে। দেশবাসীকে রক্ষা করতে চলছে সাতদিনের কঠোর লকডাউন। এদিকে দেশব্যাপী করোনার ঊর্ধ্বগতির কারণে চলমান সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। 

আসন্ন ঈদে লকডাউন থাকবে কি-না সে বিষয়ে পরিস্থি'তি বুঝে সিদ্ধা'ন্ত নেওয়া হতে পারে, জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরো বলেন,  ঈদের আগে পরিস্থি'তি বিবেচনায় কী সিদ্ধা'ন্ত নেওয়া হবে এমন প্রশ্নে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখছি করোনা সংক্রমণ আশ'ঙ্কাজনকভাবে ওঠা-নামা করছে। তাই পরিস্থি'তি বিবেচনায় আমরা সিদ্ধা'ন্ত নেব। আগামী ১২ অথবা ১৩ তারিখে পরবর্তী সিদ্ধা'ন্ত দিতে পারব। গভীরভাবেই এ বিষয়টি মনিটরিং করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে