স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় যান তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।
জানা গেছে, সাম্প্রতিক সহিং'সতার ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তিসহ কয়েকটি ইস্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। হেফাজতে সূত্রে জানা গেছে, এতে কারাব'ন্দি নেতাদের ঈদুল আজহার আগে মুক্তি চাওয়া হবে।
সূত্র জানিয়েছে, আল্লামা আহমদ শফীর মৃ'ত্যুর ঘটনায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ত'দ'ন্ত প্রতিবেদনে অভিযু'ক্ত হিসেবে নাম আসায় শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন বাবুনগরী। ১৫ জুলাই আল্লামা শফী হত্যা মামলার বিষয়ে পরবর্তী রায় দেবে আদালত। আজকের বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এছাড়া দীর্ঘদিন ধরে উচ্চতর ডায়াবেটিস, প্রেশারসহ বিভিন্ন রোগের কারণে প্রায় সময় অসুস্থ থাকেন জুনায়েদ বাবুনগরী। এর মধ্যে গত মে মাসে তার ব্যক্তিগত খাদেম (সেবক) মাওলানা ইনআমুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হলে আরও ভে'ঙে পড়েন তিনি।
ইনআমুল আল্লামা শাহ আহমদ শফীকে হ'ত্যার অভি'যোগে দায়ের করা মা'মলা ও গত ২৬ মার্চ হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভা'ঙচুর ও অ'গ্নিসং'যোগের ঘ'টনাসহ দুইটি মাম'লার আসামী। ওই দুই মা'মলায় তাকে গ্রে'ফতার করে র্যাব।
গত ২৭ জুন সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাবুনগরী বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ উচ্চতর ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি রোগে ভুগছি। তিন বেলায় দৈনিক আমার অর্ধশত ট্যাবলেট খেতে হয় এবং ইনসুলিন নিতে হয়। খাদেমদের সহযোগিতা ছাড়া একাকী চলাফেরা করতে পারি না। আমার ব্যক্তিগত খাদেম (সেবক) মাওলানা ইনআমুল হাসান ফারুকীকেও সম্পূর্ণ বিনাদোষে গ্রে'ফতার করা হয়েছে। সে জেলে আট'ক থাকায় ওষুধ সেবনসহ নানা কাজে আমি যারপরনাই কষ্ট পাচ্ছি। শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে আমার সেবক ইনআমুল হাসানেরও মুক্তি চাচ্ছি।’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আল্লামা আহমদ শফীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তের তালিকা থেকে নাম বাদ দেওয়া ও খাদেম ইনআমের মুক্তি- এ দু’টি বিষয়ে বাবুনগরীর পক্ষ থেকে গুরুত্বারোপ করা হবে। এছাড়া দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দিতে এবং সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দিতে জোর দাবি জানাবেন বাবুনগরী।