ঢাকা : রাজধানীর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার পর বাসায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
শনিবার দুপুরে তিনি বারিধারার বাসা ‘প্রেসিডেন্ট পার্ক’-এ ফিরেন।
এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার।
তিনি জানান, এইচএম এরশাদ কয়েকদিন ধরে সর্দি, কাশি ও ঠাণ্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুকে কফ জমে গেলে চিকিত্সকের পরামর্শে তিনি মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন।
এখন তিনি পুরোপুরি সুস্থ বলে জানান তিনি।
৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম