মঙ্গলবার, ০৬ জুলাই, ২০২১, ০৭:২৪:২৯

আজ রাজধানীতে সন্ধ্যা না হতেই রহমতের বৃষ্টি

 আজ রাজধানীতে সন্ধ্যা না হতেই রহমতের বৃষ্টি

নিউজ ডেস্ক: আজ রাজধানীতে সন্ধ্যা না হতেই রহমতের বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আকাশে ভারী মেঘমালার সৃষ্টি হয়। এর ফলে ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে নদী বন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর সত'র্ক সংকে'ত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এর আগে আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে রাজধানীর আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের পর এক পশলা বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যায়ও শুরু হয়েছে বৃষ্টি। রাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘আকাশে ভারী মেঘের কারণে ঢাকাসহ দেশের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি থাকবে বেশ কয়েকদিন। এরপর কিছুটা কমবে। চলতি মাসের শেষে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে।’

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৪২ মিলিমিটার। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১, ময়মনসিংহে ৩, রংপুরে ২০, খুলনায় ৬ এবং বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে