করোনা পরিস্থিতি খারাপের দিকে, আগের সব রেকর্ড ছাড়িয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে এর আগে ৫ জুলাই খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। ওই দিন ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।