গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৫ জেলায় ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে রেকর্ড ৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩০ জন। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় মারা গেছেন অন্তত ৯৩ জন।
করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার ৪টি হাসপাতালে ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের উপসর্গ, বাকিরা করোনা পজিটিভ ছিলেন। এছাড়া, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন ও ১০ জনের করোনা উপসর্গ ছিলো।
তাছাড়া যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১২ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৫ জন।
এছাড়া ঝিনাইদহে মারা গেছেন ১৩ জন। মৃতদের মধ্যে ৩ জনের উপসর্গ ও বাকিরা করোনা পজিটিভ ছিলেন।
আর, চুয়াডাঙ্গায় মারা গেছেন ১০ জন। এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ও ৪ জনের উপসর্গ ছিলো। এছাড়া, সাতক্ষীরায় ৮ জন ও মেহেরপুরে ৫ জন মারা গেছেন।
এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ও ১৫ জনের উপসর্গ ছিলো।
এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন আরো ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে এই প্রণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৭৫৪ জনের।
অন্যদিকে, ময়মনসিংহে ও ফরিদপুরে ১৪ জন করে মারা গেছেন। এছাড়া, রংপুর বিভাগে ১২, বরিশালে ৮, টাঙ্গাইলে ৫, সিলেটে ৫, গাজীপুরে ৫, মৌলভীবাজার ও মাদারীপুরে ১ জন করে মারা গেছেন। বিডি প্রতিদিন