সোমবার, ১২ জুলাই, ২০২১, ১১:১৮:২২

ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন, টিকিট অনলাইনে

ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন, টিকিট অনলাইনে

সামনে পবিত্র ঈদুল আজহা, তাই আগামী ১৫ জুলাই থেকে চলবে ট্রেন, এমনটি জানালেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার (১২ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বন্ধ থাকবে কাউন্টার। কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে ব্যাপারে মঙ্গলবার (১৩ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে। 

মঙ্গলবার সকালে সে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা কম হবে বলে জানান তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে