শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৩:২৯:৫৯

বন্ধু বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে ভারত : দোরাইস্বামী

বন্ধু বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে ভারত : দোরাইস্বামী

নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে জানতে দেশে গিয়েছিলাম। ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবো। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন বলতে পারছি না। 

শুক্রবার (২৩ জুলাই) সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে তিনি এসব কথা বলেন। হাই কমিশনার বলেন, আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। করোনাকালীন গত একবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে করোনার মধ্যেও আমরা বাণিজ্য অব্যাহত রাখত পারবো।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আরও বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে উভয়দেশকে এখনও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও করোনার বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে