রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০১:৩৭:৩৯

আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সেইসঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। এর সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।  

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে