রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০২:০৮:৫২

হে আল্লাহ, ভাইদের বেহেশত নসিব করুন

হে আল্লাহ, ভাইদের বেহেশত নসিব করুন

ঢাকা : বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত এক বিদেশীসহ মোট ৯ মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

এরা হচ্ছেন- সিলেটের মোঃ আলাউদ্দিন (৭০), নোয়াখালী জেলার সুন্দরপুর গ্রামে আবুল কালাম আজাদ (৬০)। সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)। সিরাজগঞ্জের কাজীপুর এলাকার কাসিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) ও একই জেলার ভেন্নাবাড়ি থানার হরিনারায়নপুর গ্রামের মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদীন (৬০) ও ইন্দোনেশিয়ান নাগরিক পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫)।

আখেরি মোনাজাতের কিছু সময় পূর্বে ১১টার দিকে হাফেজ আবু বকর (৬০) নামে এক মুসল্লি নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টঙ্গী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার আলীপুর গ্রামে।

আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে তাদের জন্য বেহেশত ও সর্বোচ্চ পুরস্কার কামনা করা হয়। ইজতেমা ময়দান জুড়েই সব মুসল্লির কণ্ঠে ছিল- বিশ্ব হে আল্লাহ! তাদের বেহেশত দান কর।  
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে