নিউজ ডেস্ক : আখেরি মোনাজাতে আজ শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব। বেলা ১১টা ছয় মিনিটে এই আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা সাদ।
আখেরি মোনাজাতে মুসল্লিদের আল্লাহু আকবার ধ্বনি আর আহাজারিতে প্রকম্পিত বিশ্ব ইজতেমা ময়দান।
এর আগে ইজেতেমার আখেরি মোনাজাত পরিচালনা করতেন দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব ও তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান। তিনি ১৯৯৬ সাল থেকে আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন।
তার মৃত্যুর পর গতবছর থেকে মাওলানা সাদ ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন।
আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয় আম বয়ান। বয়ান করেন বাংলাদেশের মাওলানা মুশফিকুল ইসলাম। আম বয়ান শেষে চলে হেদায়েতি বয়ান। এরপর শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত শেষে মুসুল্লিরা জোটবদ্ধ হয়ে ইসলামী দাওয়াতি কাজে বের হবেন।
যতদূর জানা যায় তাতে, ১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে।
এরপর ’৪৮-এ চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ’৫৮- তে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় লোক সমাগম বাড়তে থাকায় ১৯৬৬ সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার আয়োজন। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ