বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ০৫:১৭:৩৫

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পেরিয়ে গেছে। কয়েক দফা প্রস্তুতি নিলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি। এদিকে পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে। 

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একটি গণমাধ্যমকে বলেছেন, তারা সরকারের কাছে জরুরি অনুমতি নিয়ে করোনার এই সময়ে কাজ করছেন।ফলাফল প্রকাশের কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে। তবে ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না।

সূত্র জানিয়েছে, আগামী রোববার কমিশনের বিশেষ সভা আছে। সেই সভায় ফলাফল প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। 

এ বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় দেশের ৮টি বিভাগীয় শহরে। সেই পরীক্ষার চার মাস হলো। কিন্তু করোনাসহ নানা কারণে পিএসসির পক্ষে এখনো ফল প্রকাশ সম্ভব হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে