আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে অভিযানের ২ ঘণ্টার মাথায় র্যাবের নারী সদস্যরা প্রবেশ করেছেন। তাকে আটক করা হয়েছে কি-না এ বিষয়ে এখনো নিশ্চিত করে জানায়নি র্যাব।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে সরেজমিন হেলেনার গুলশানের বাড়ি নিচে গিয়ে র্যাব-১ এর একটি গাড়ি এবং র্যাবের একটি হাইএস ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেয়া যায়।
রাত সাড়ে ৮টার দিকে র্যাব সদস্যরা বাড়িটিতে প্রবেশ করে। পরে পৌনে ১০টার দিকে র্যাবের তিনজন নারী সদস্যরা ওই বাসায় প্রবেশ করেন। এদিকে, হেলেনা যে বাসাটিতে থাকেন সেটির মূল ফটক বন্ধ করে দিয়েছে র্যাব। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কথা বলতে রাজী হননি বাসার দারোয়ানও। বাইরে থেকে ভবনের নিচতলায় র্যাবের সাদা পোশাকের সদস্যদেরও দেখা গেছে।
র্যাবের গোয়েন্দা সূত্র জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।