শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১২:৩৭:৫৩

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে যা পাওয়া গেলো

হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে যা পাওয়া গেলো

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভি'যান চালিয়ে বিপুল মা'দ'কদ্র'ব্য উ'দ্ধা'র করেছে র‌্যাপিড অ্যা'ক'শন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাকে জি'জ্ঞা'সাবাদের জন্য নেওয়া হবে র‌্যাব সদর দপ্তরে। এ'লি'ট ফো'র্সটি বলছে, মা'দ'ক উ'দ্ধা'রের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়। এরপর তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে মা'দ'কসহ বিভিন্ন অবৈ'ধ সরঞ্জা'ম পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

অভিযানে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন, বিপুল পরিমাণ মা'দ'ক, হরিণের চামড়া ও ক্যা'সি'নো খেলার সর'ঞ্জা'ম পাওয়া গেছে।

খোঁ'জ নিয়ে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব সদস্যরা হেলেনা জাহাঙ্গীরের বাড়িটিতে প্রবেশ করে। এরপর রাত পৌনে ১০টার দিকে র্যাবের তিনজন নারী সদস্যরা ওই বাসায় প্রবেশ করেন।

অভিযানের সময় হেলেনা যে বাসাটিতে থাকেন সেটির মূল ফটক বন্ধ করে দেয় র‌্যাব। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাইরে থেকে ভবনের নিচতলায় র‌্যাবের সাদা পোশাকের সদস্যরা অবস্থান নেন।

এর আগে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টা থেকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহি'ষ্কৃ'ত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভি'যান চালিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ ত'থ্য নি'শ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন অভি'যোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভি'যান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অ'ব্যাহ'তি দিয়ে গত রোববার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকা'ণ্ড সংগঠনের নীতি বহি'র্ভূ'ত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অ'ব্যা'হ'তি দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে