শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ১২:১৩:২৪

অভিযানে যে গুরুতর অভিযোগ মিলল হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে

অভিযানে যে গুরুতর অভিযোগ মিলল হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে

আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনে দেশ এবং দেশের বাইরে প্রতিনিধি নিয়োগের নামে ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীর মোটা অঙ্কের অর্থ আদায় করে নিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। এমন তথ্য জানিয়েছেন জয়যাত্রা ফাউন্ডেশন ও টিভি ভবনে অভিযানে যাওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে নেতৃত্ব দেওয়া এই ম্যাজিস্ট্রেট জানান, এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। তদন্তের পর তার দুই প্রতিষ্ঠান জয়যাত্রা ফাউন্ডেশন ও আইপি জয়যাত্রা টেলিভিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাদির শাহ আরও বলেন, অভিযান পরিচালনার সময় আইপিটিভি জয়যাত্রা টেলিভিশন নামক চ্যানেলটির কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ভবনটিতে জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা টেলিভিশন নামে দুটি প্রতিষ্ঠানের অফিস আমরা পেয়েছি। সম্প্রচার চ্যানেল হিসেবে যেসব সেটআপ থাকা দরকার তার সব কিছুই এখানে রয়েছে। অভিযোগ রয়েছে, জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে প্রতিনিধি নিয়োগের নামে অর্থ আদায় করে নিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। 

চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে কি-না জানতে চাইলে র‍্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অধিকতর তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে