শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ০৬:১৭:৪০

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা...

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা...

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা শনাক্ত হয়েছে আরো ১৩ হাজার ৮৬২ জনের শরীরে। এ সময় করোনা আক্রান্ত হয়ে আরো ২১২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে। 

আজ ২১২ জনের মৃত্যুর হিসাবে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৬৭ জনে। আজ শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল ২৪ ঘণ্টায় দেশে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে