শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ০৯:৪৫:০৩

গ্রামে আটকে পড়া গার্মেন্টস শ্রমিকদের জন্য সুখবর!

গ্রামে আটকে পড়া গার্মেন্টস শ্রমিকদের জন্য সুখবর!

চলছে কঠোর লকডাউন, সঙ্গে আছে কঠিন বিধিনিষেধ, এরই মাঝে আজ আবার নতুন একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চলমান সরকারি বিধিনিষেধের মধ্যেই আগামী রোববার থেকে (১ আগস্ট) চালু হচ্ছে দেশের সব রপ্তানিমুখী শিল্প-কারখানা। 

তবে বিধিনিষেধের কারণে বেশিরভাগ শ্রমিক এখনো তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। সব শ্রমিকের পক্ষে তাই রোববার কাজে যোগ দেওয়া সম্ভব হবে না। কারখানার কাজ কীভাবে শুরু হবে আর যে শ্রমিকরা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কী হবে- এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

এ অবস্থায় গ্রামে আটকে পড়া গার্মেন্টস শ্রমিকদের জন্য সুখবর! এই ব্যাপারে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, আশপাশে বসবাসকারী শ্রমিকদের দিয়েই রোববার রফতানিমুখী শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রম চালু করা হবে। এ সময়ের মধ্যে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারবেন না তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না। কঠোর বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা কারখানার কাজে যোগ দেবেন।

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে