আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ হারানো আলোচিত হেলেনা জাহাঙ্গীর সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিতেন বলে জানিয়েছে র্যাব।
এদিকে আলোচিত হেলেনা জাহাঙ্গীর গতকার আদালতে নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন। এ সময় তিনি নিজেকে সরকার ও আওয়ামী লীগের লোক বলেও দাবি করেন। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।