রবিবার, ০১ আগস্ট, ২০২১, ০৯:৫৫:৫২

আজকের বাজার-সদাই, দাম কমার সুখবর

আজকের বাজার-সদাই, দাম কমার সুখবর

চলছে সারাদেশে কঠোর লকডাউন, বন্ধ প্রায় সবকিছু। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম প্রতিদিনই উঠানামা করছে।
তবে সপ্তাহের ব্যবধানে দাম কমার সুখবর, ময়মনসিংহে কমেছে খাসির মাংস, মুরগি ও কাঁচা মরিচের দাম।

এদিকে শনিবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর মেছুয়াবাজার ও শম্ভুগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে ১২০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। খাসির মাংস কেজিতে প্রায় ৫০ টাকা কমে হয়েছে ৭০০-৭৫০ টাকা। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। তবে সবজির বাজার আগের মতোই স্থিতিশীল রয়েছে।

নগরীর মেছুয়াবাজারের মাংস বিক্রেতা জাফর মিয়া বলেন, খাসির মাংস কেজিতে ৪০-৫০ টাকা কমে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫২০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

একই বাজারের সবজি বিক্রেতা মিলন মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচে কেজিতে ৪০ টাকা কমে এখন ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গাজর ১০০ টাকা ও টমেটো ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ওই বাজারের মুরগি বিক্রেতা মামুন মিয়া বলেন, সোনালি মুরগি কেজিতে ২০ টাকা কমে ১৯০-২০০ টাকা, ব্রয়লার মুরগি ২০ টাকা কমে ১১০ টাকা, সাদা কক মুরগি ১০ টাকা কমে ১৭০ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে দেশি মুরগির ডিম ৪০ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা এবং ফার্মের মুরগির ডিম ৩০ টাকা হালি বিক্রি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে