নিউজ ডেস্ক : করোনার টিকা নেয়ার জন্য বয়সের সীমাবদ্ধতা কমিয়ে ২৫ বছর করেছে সরকার। টিকার জন্য কয়েক ধাপে বয়সসীমা কমিয়েছে সরকার। আগামী ৭ আগস্ট থেকে বয়সসীমা আরও কমিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি নিয়ে যাচ্ছে সরকার।
এদিকে, টিকা নেওয়া কোভিড রোগীদের জটিলতা ও মৃত্যুঝুঁকি কম বলে এক গবেষণায় জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল রোববার রাতে এই গবেষণা প্রকাশিত হয়েছে। গত মে ও জুন মাসে এ গবেষণা পরিচালনা করে আইইডিসিআর।
আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, করোনা ভাইরাসের দুই ডোজ টিকা যারা নিয়েছেন, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যুঝুঁকি টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় কম দেখা গেছে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অবশ্যই দুই ডোজ টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন আইইডিসিআরের গবেষকরা।