সোমবার, ০২ আগস্ট, ২০২১, ০৬:৪১:১২

করোনায় আজও সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

করোনায় আজও সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ২৪৬ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের ৬৪ জন, রাজশাহী বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১৬ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৪ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ১০ জন।

অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ১৪৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮১ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৯ জন, বাড়িতে মারা গেছেন ১৫ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজন।

দেশে গতকাল ২৪ ঘণ্টায় করোনায় ২৩৮ জনের মৃত্যু ও শনাক্ত হন ১৪ হাজার ৮৪৪ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার ৯১৬ জন ও মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। এর আগে গত ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিল। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে