মঙ্গলবার, ০৩ আগস্ট, ২০২১, ০৮:০৫:০৪

গাইনি বিশেষজ্ঞ ডা. জাকিয়া করোনার কাছে হেরে গেলেন ২ ডোজ টিকা নেওয়ার পরও

গাইনি বিশেষজ্ঞ ডা. জাকিয়া করোনার কাছে হেরে গেলেন ২ ডোজ টিকা নেওয়ার পরও

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. জাকিয়া রশীদ শাফী (৪৬) করোনার কাছে হেরে গেলেন ২ ডোজ টিকা নেওয়ার পরও।

গত সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএ্ইচ) মারা যান তিনি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার বাসিন্দা ডা. জাকিয়া রশীদ শাফীর স্বামী মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার। তিনি ঢাকা সিএমএইচএ কর্মরত।

ডা. শফিকুল ইসলাম সজীব জানান, জাকিয়া রশীদ শাফী করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। তবে সপ্তাহখানেক আগে তিনি করোনা আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে রোববার (১ আগস্ট) তাকে লাইফ সার্পোট (ভেন্টিলেশন) দেয়া হয়। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুতে টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে