নিউজ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে দেখে দেশে ফিরলেন তার স্ত্রী হাসিনা আহমেদ। এসময় হাসিনার সঙ্গে ছিলেন তার দুই মেয়ে ও এক ছেলে। রোববার সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরেন তিনি। পরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি একটি বিমানে ঢাকায় আসেন।
সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর স্বামীকে দেখতে শিলংয়ে যান হাসিনা আহমেদ। ভারতের শিলংয়ে শর্ত সাপেক্ষে মুক্ত বাবাকে দেখতে যায় তার মেয়ে ফারিবা আহমেদ রাইদা, ফারমিস আহমেদ ও ছেলে ইউসূফ আহমেদ। প্রায় দুই সপ্তাহ শিলংয়ে অবস্থান করার পর রোববার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। সেখান থেকে ছেলেমেয়েদের নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। বিকেল ৩টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন।
দেশে ফেরার পর হাসিনা আহমেদ একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আপাতত শিলংয়েই তার চিকিৎসা চলছে। গত দুই সপ্তাহ ছেলেমেয়েদের নিয়ে সালাহউদ্দিনের ভালো সময় কেটেছে।
প্রসঙ্গত, গত বছরের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। দুমাস ২ দিন পর ১২ মে ভারতের শিলং থেকে তাকে আটক করে দেশটির পুলিশ।
এরপর চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেয়। পরে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পান সালাহউদ্দিন। আদালতের দেয়া শর্ত অনুযায়ী সালাহউদ্দিনকে শিলং অবস্থান করতে হচ্ছে। প্রতি সপ্তাহে সেখানকার পুলিশ সুপার কার্যালয়ে তাকে হাজিরা দিতে হচ্ছে।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম