রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৭:৪৬:৩৬

‘শর্টকাট পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই’

‘শর্টকাট পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই’

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিন।  দেখতে দেখতে বর্তমান সরকারের দু’বছর পার হয়ে গেছে।  দেখতে দেখতে আবার নির্বাচনের সময়ও চলে আসবে।

তিনি বলেন, শর্টকাট পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।  ক্ষমতায় আসতে গেলে দুটি পদ্ধতি অনুসরণ করতে হবে।  এর মধ্যে একটি অভ্যুত্থান আর অন্যটি নির্বাচন।  অভ্যুত্থান ঘটানোর মত শক্তি বিএনপির নেই।
 
রোববার রাজধানীর সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিভাগ।

'আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে' বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, জোট ভাঙে বিএনপির আর দেউলিয়া হয় আওয়ামী লীগ! এটি কেমন কথা? বিএনপির সমস্যা এখন সংকটে পরিণত হয়েছে।  আওয়ামী লীগ নয়, দেউলিয়া হয়েছে বিএনপি।
 
সুরঞ্জিত বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বাদ দিয়ে সহিংসভাবে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল বিএনপি।  তাদের প্রধান হাতিয়ার ছিল জামায়াত।  নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা- দু'টিতেই বিফল বিএনপি।  নির্বাচনে না গিয়েও ভুল করেছে তারা।
 
সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বছরে ছয় হাজারের বেশি লোক দুর্ঘটনায় মারা যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।  আইনের ব্যবহার ও প্রয়োগ হচ্ছে না।  অজুহাত না দিয়ে আইনের প্রয়োগ করতে হবে।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাকসুদুর রহমান খান মাসুদ।  বক্তব্য রাখেন অধ্যাপক আখতারুজ্জামান, অরুণ সরকার রানা প্রমুখ।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে