নিউজ ডেস্ক : রাজনীতির হিসাব-নিকাশ, দলে ভারসাম্য রক্ষা, সর্বোপরি দুই নেতাকে খুশি করতে গিয়ে ঢাকা মহানগর বিএনপির কমিটির সব হিসাব ওলটপালট হয়ে গেছে। ক্ষেত্রবিশেষে উল্টে গেছে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তও। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, মূলত দলের স্থায়ী কমিটির প্রভাবশালী দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে খুশি করতে গিয়ে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত শেষ মুহূর্তে বদল করা হয়েছে।
সিদ্ধান্ত পরিবর্তন করে আমানউল্লাহ আমানের জায়গায় ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক করা হয়েছে আবদুস সালামকে। আর দক্ষিণের আহ্বায়ক করার সিদ্ধান্ত বদলে আমানকে পাঠানো হয়েছে উত্তরে। একই কারণে উত্তরের আহ্বায়ক করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে বাদ পড়ে গেছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দলের তরুণ দুই নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে সদস্যসচিব করে দুই মহানগরে কমিটি ঘোষণার আলোচনাও এ কারণে বাদ দিতে হয়েছে বিএনপির হাইকমান্ডকে।
দক্ষিণের আগের কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল বিএনপির হাইকমান্ড। বলা হয়, তিনি দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। গত ২ আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও দলের ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির উত্তর এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম ও যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনুর নেতৃত্বে দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। তবে এমন কমিটি ঘোষণার সিদ্ধান্ত বিএনপি হাইকমান্ডের ছিল না বলে জানা যায়।
তবে গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে বলেন, ‘আমাদের দুজনকে খুশি করার জন্য কমিটির নেতা বদল করা হয়েছে—এটা সঠিক না। কমিটি গঠনের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে কমিটি দিয়েছেন। এখানে আমাদের সন্তুষ্ট করার কোনো বিষয় নেই।’