রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৯:০১:১৩

চিত্রনায়িকা দিতির চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চিত্রনায়িকা দিতির চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে অসুস্থ চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি।  চিকিৎসার জন্য তাকে দু'দফায় ভারতে নেয়া হয়।  ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অফ অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালের চিকিৎসকরা তার সুস্থতার আশা ছেড়ে দেয়ার পর ঢাকায় ফিরিয়ে আনা হয়।   

গত শুক্রবার দুপুরে তাকে ভারত থেকে আনার পর হাসপাতালে ভর্তি করা হয়।  বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে।  রোববার বিকেলে গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, লামিয়া ও দীপ্তর কাছে দিতির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন শেখ হাসিনা।  এসময় তিনি দিতির দ্রুত আরোগ্য কামনা করেন।

দিতির মস্তিস্কে টিউমার অপসারণে গত জুলাইয়ের শেষ দিকে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অফ অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে অস্ত্রোপচার হয়।

এর কিছুদিন পরই আবার অসুস্থ হয়ে পড়েন দিতি।  পরে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।  সেখানে কেমোথেরাপি দেয়ার পর দিতির যন্ত্রণা আরো বেড়ে যায়।  গত শুক্রবার দুপুরে দিতিকে ভারত থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে দিতির ছেলে ও মেয়ের সাক্ষাতের সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।  এদিন আরেক অভিনেত্রী রাণী সরকারকেও আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী।

বিকেলে গণভবনে গেলে রাণী সরকারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা দেন শেখ হাসিনা।

গণভবন থেকে দুই বস্তা চাল, মাছ ও সবজিও তার বাসায় পাঠানো হয়।
এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাণী সরকারকে ২০ লাখ টাকা দেয়া হয়।
১০ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে