ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভেঙে যাবে বলে একাধিক মন্ত্রী যখন পরিহাস করছেন তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটও ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন শরিক দলের এক নেতা।
সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী ঐক্যজোটের একাংশ। এ প্রসঙ্গে মহাজোট নেতা বলছেন, ‘এতে আওয়ামী লীগের উল্লাসিত হওয়ার কিছু নেই। শরিকদের প্রতি মনযোগী না হলে মহাজোটও ভাঙতে পারে।’
রাজধানীর কলাবাগানে রোববার সাংবাদিকদের ডেকে এমন ক্ষোভের কথা জানান মহাজোটের শরিক তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল।
বিএনপি জোটে ভাঙনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, ‘বিএনপি থেকে আরও দল বেরিয়ে যাবে।’
হানিফের ওই বক্তব্যের সূত্র ধরে তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল বলেন, ‘বিএনপি জোটের সমালোচনা না করে আওয়ামী লীগের উচিত মহাজোটকে আরও শক্তিশালী করা, গতিশীল করা। রাজনীতিতে ভাঙা-গড়া থাকবেই।’
মতবিনিময়কালে তরিকত ফেডারেশনের আগামী ছয় মাসের সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরেন দলটির মহাসচিব। এম এ আউয়াল বলেন, ‘অচিরেই দলের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে সারাদেশে কেন্দ্রীয় নেতারা সফর করবেন।’
পাশাপাশি জঙ্গিবাদবিরোধী একটি অরাজনৈতিক অ্যালায়েন্স করার চিন্তাভাবনা চলছে বলেও জানান তরিকতের এই নেতা।
এম এ আউয়াল বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে ইসলামী ঐক্যজোটের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। ৩ মাসের অবরোধ-কেন্দ্র করে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি অনুশোচনা করা দরকার। না হলে জাতি ঐক্যজোটকে ক্ষমা করবে না।’
জামায়াত-নিষিদ্ধ প্রশ্নে সরকারের ধীরগতিরও সমালোচনা করেন তরিকত ফেডারেশনের মহাসচিব। তিনি বলেন, ‘আমরা বরাবর বলে এসেছি, সরকারের উচিত দেশবাসীকে জানানো জামায়াত নিয়ে তাদের অবস্থান কী?’
সাংবাদিকদের সঙ্গে এম এ আউয়ালের মতবিনিময়ের সময় তরিকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, মসনভী হায়দার এবং সৈয়দ তৈয়্যবুল বশর মাইজভান্ডারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ