সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ০২:০৫:১৮

সুকৌশলে বাংলাদেশকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র হচ্ছে: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

সুকৌশলে বাংলাদেশকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র হচ্ছে: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অভিযোগ, আইন পরিবর্তনের নামে কৌশলে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। এর নির্বাহী পরিচালক শাহীন আনাম ও তাঁর স্বামী ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও ঐতিহ্য বিলীন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। হিন্দু ধর্মীয় আইন পরিবর্তনের চেষ্টার প্রতিবাদে ডাকা এই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এমন অভিযোগ তোলেন। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ আয়োজন করে। উদ্যোগটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল উল্লেখ করে তারা বলে, সরকার ও হিন্দু ধর্মাবলম্বীদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে।

হিন্দু মহাজোটের নেতারা বলেন, হিন্দু আইন সংস্কারের জন্য আইন কমিশনে একটি প্রস্তাব জমা দিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। আর এ ইস্যুতে বিতর্কিত লেখা ছাপিয়ে যাচ্ছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। এভাবে ১০ হাজার বছরের পুরনো হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা চলছে অভিযোগ করে নেতারা বলেন, চক্রটির মিশন অত্যন্ত সুকৌশলে বাংলাদেশকে হিন্দুশূন্য করা, সুসংহত হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে অশান্তির বীজ বপন করা।

আইন পরিবর্তনের নামে হিন্দু নারীদের বলির পাঁঠা বানানো হচ্ছে অভিযোগ তুলে নেতারা বলেন, মাহফুজ আনাম, শাহীন আনাম এবং আরেকটি বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র পরিচালক এঞ্জেলা গোমেজ এই ষড়যন্ত্রের কুশীলব। নেতারা জানান, তাঁরা আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন; মন্ত্রীও বলেছেন—যেখানে হিন্দুরাই চায় না আইন পরিবর্তন হোক, সেখানে অন্যদের দাবির যৌক্তিকতা নেই।

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী বলেন, ‘এ আইনটির পরিবর্তন আমরা চাই না, সরকারও চায় না। অথচ কতিপয় এনজিও চাচ্ছে তাদের প্রয়োজনে।’ চক্রান্তটি সুদূরপ্রসারী—এমন দাবি করে তিনি বলেন, ‘এই আইনের সংস্কার চাওয়া ব্যক্তিদের আসল মতলব কী সেটি খতিয়ে দেখতে হবে।’

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, ‘হিন্দু মা-বোনেরা চায় না এ আইন পরিবর্তন হোক। যেখানে আমরাই চাই না, সেখানে তাদের কেন এত মাথাব্যথা? এটি মূলত হিন্দুদের ঘরে ঘরে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র। মাহফুজ আনাম, শাহীন আনাম, গোমেজের নেতৃত্বে এ ষড়যন্ত্র চলছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে