শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২০:১৬

করোনার সময় জনগণের পাশে আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না: মতিয়া চৌধুরী

করোনার সময় জনগণের পাশে আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না: মতিয়া চৌধুরী

করোনার সময় জনগণের পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরে ফৌজদারি মোড়ে শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যুগ যুগ ধরেই আওয়ামী লীগ জনগণের পাশে আছে ও থাকবে। এটাই হলো আওয়ামী লীগের প্রতিজ্ঞা। বাপের বেটি শেখ হাসিনা চতুরভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছেন।

ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

শহর আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, শফিউল আলম চৌধুরী (নাদেল), সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে