সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৭:৪৯

‘শেখ হাসিনাকে আরো কয়েক টার্ম সময় দিতে হবে’

‘শেখ হাসিনাকে আরো কয়েক টার্ম সময় দিতে হবে’

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের এখনো অনেক কাজ বাকি।  এ জন্য জননেত্রীকে (শেখ হাসিনা) আরো কয়েক টার্ম সময় দিতে হবে।  তার জন্য নয়, দেশের মানুষের জন্য।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি এসব কথা বলেন।  

আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।  

১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন।  এ দিনটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এ কর্মসূচি হওয়ার কথা ছিল গতকাল ১০ জানুয়ারি।  কিন্তু প্রধানমন্ত্রী আমাকে ডেকে পাঠালেন, বললেন, ১০ তারিখ এ কর্মসূচি করা যাবে না।  কারণ ১০ তারিখ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত।

তিনি বলেন, ধর্মের প্রতি, ইসলামের প্রতি এই হলো প্রধানমন্ত্রীর ভালোবাসা। এরপরও উনি অনেকের কাছে মুসলমান না।  আর কত রাকাত নামাজ পড়লে, কতবার হজ করলে উনি মুসলমান হবেন?

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ছোটবেলায় আমি নিজের কানে শুনেছি, আওয়ামী লীগ যারা করত তাদের বলা হতো হিন্দুর ঘরে জন্ম হয়েছে।  বঙ্গবন্ধুকে কেউ দমাতে পারেনি।  শেখ হাসিনাকেও কেউ দমাতে পারবে না।

তিনি বলেন, সারাবিশ্ব বলছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  নারী অধিকারসহ সব দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে