নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনার দিল মে হ্যায় পেয়ারে পাকিস্তান। উনি তা ভুলতে পারেন না। তাই তিনি সেই সুরেই কথা বলেন।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, উনার মনে শান্তি নেই। দেশ যখন উন্নয়নের দিকে তিনি তখন শান্তিতে নেই। তাই তিনি মানুষ মারলেন।
শেখ হাসিনা বলেন, এই দেশে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১২৩ ভাগ বৃদ্ধি করেছি। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কখনো ১২৩ ভাগ বেতন বাড়াতে পারেনি। প্রত্যেকে দ্বিগুণের কাছাকাছি বেতন পেয়েছে। এমন দৃষ্টান্ত আর নেই।
তিনি বলেন, এরপরও দেখি কেউ কেউ অসন্তোষ। কেন অসন্তোষ এটা আমার কাছে বোধগম্য নয়। পেটে যখন খাবারের টান থাকে, তখন পেটের খাবারের কথা চিন্তা থাকে। সেই পেটের খাবারের চিন্তা আমরা দূর করে দিয়েছি বলে এখন প্রেস্টিজ নিয়ে টানাটানি- এটাই বাঙালির স্বভাব।
প্রধানমন্ত্রী বলেন, কোনো কিছুতেই বোধহয় সুখী করা যায় না। এটাই বোধহয় আমাদের দুর্ভাগ্য। যতই দেই, কিছু কিছু লোক কেন জানি সুখী হয় না। কেন হয় না সেটাই হচ্ছে চিন্তার বিষয়।
শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। উচ্চ আদালত সেই বিষয়ে রায় দিয়েছেন। ফলে উচ্চ আদালতের রায় মানলে জিয়াউর রহমানকে এখন আর রাষ্ট্রপতি হিসেবে গণ্য করা উচিত হবে না। একইসঙ্গে জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে যে দল গঠন করেছেন, সেই দলকে অবৈধ বলে গণ্য করা উচিত।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম