সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৮:২৩

‘মৃত্যুদণ্ড চেয়ে দু’একদিনের মধ্যে সাঈদীর রায়ের রিভিউ’

‘মৃত্যুদণ্ড চেয়ে দু’একদিনের মধ্যে সাঈদীর রায়ের রিভিউ’

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের চূড়ান্ত রায়ের বিপক্ষে মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ করবে রাষ্ট্রপক্ষ।

সোমবার গণমাধ্যমকে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, রিভিউ নিয়ে কাজ চলছে।  আগামীকাল করতে পারব।  আগামীকাল না করতে পারলে পরের দিন করব।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে গত ৩১ ডিসেম্বর সকালে সাঈদীর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।  আপিল বিভাগের নির্দেশনা অনুসারে, মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়।  সে হিসাবে রিভিউয়ের সময় বাকি রয়েছে আর মাত্র তিনদিন।  আসামিপক্ষ রিভিউ আবেদন করবে কি না তা এখনো জানা যায়নি।

গত ২০১১ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয় জামায়াতে ইসলামীর আমির সাঈদীর।  গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এ বিচারের রায় হয়।  রায়ের বিরুদ্ধে সাঈদীর আপিল শুনানির পর গত ১৬ এপ্রিল তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখে আপিল বিভাগ।  
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে