মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৭:৫১:৫৬

ফাঁসির আসামি ভেবে ভুল মানুষকে আটক করলো র‌্যাব

ফাঁসির আসামি ভেবে ভুল মানুষকে আটক করলো র‌্যাব

চট্টগ্রাম: ফাঁসির আসামি ভেবে একজন ভুল মানুষকে আটক করেছিল র‌্যাব। পরে যাচাই বাছাই করে ওই ভুল আসামিকে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারুল আশরাফ চৌধুরী নামের ওই ভুল আসামিকে আটক করেছিল র‌্যাব। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন।

ওই ওসি জানান,‘ওই সময় র‌্যাব আমাদের বলেছিল, আশরাফ হোসেন ওরফে বাবু হিসেবে তাকে আটক করা হলেও সে আনোয়ারুল আশরাফ চৌধুরী হিসেবে নিজের পরিচয় দিয়েছে।’

ওসি মফিজ উদ্দিন বলেন, ‘তদন্তে দেখা গেছে র‌্যাবের হাতে আটক হওয়া আশরাফ ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আশরাফ একই ব্যক্তি নন।’

দুজনের নাম ও ঠিকানাতেও ভিন্নতা আছে জানিয়ে তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আশরাফ হোসেন ওরফে বাবু, র‌্যাবের কর্তৃক ধৃত ব্যক্তির নাম আনোয়ারুল আশরাফ চৌধুরী।’

ফাঁসির আসামি আশরাফ (৩৬) পাইন্দং ইউনিয়নের আজিমপুর এলাকার বাসিন্দা। আর রোববার গ্রেপ্তার হওয়া আশরাফ (৩৪) সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সোবহান মুন্সীর বাড়ির মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

২০০৪ সালের ২ এপ্রিল ফটিকছড়ির কারাবালা টিলার পাহাড়ি এলাকায় বেসরকারি বীমা প্রতিষ্ঠান গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা নূর খালেক মাস্টার ছুরিকাঘাতে খুন হন।

২০১৪ সালের ১৯ অগাস্ট চট্টগ্রাম জন নিরাপত্তা ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতের বিচারক মো. মমিন উল্লাহ আশরাফ হোসেন ওরফে বাবুকে মৃত্যুদণ্ড ও অন্য এক আসামিকে বেকসুর খালাস দেন।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে