মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৮:৪১:৩৭

অর্থমন্ত্রীও সতর্ক করলেন

অর্থমন্ত্রীও সতর্ক করলেন

সিলেট: পুলিশ সুপারের পর এবার অর্থমন্ত্রীও সবাইকে জঙ্গি অপতৎপরতা বিষয়ে সবাইকে সতর্ক করলেন। সোমবার বিকেলে সিলেট শহরতলির বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

এর আগে গত শনিবার সিলেটে জঙ্গি হামলার পরিকল্পনার নানা তথ্য পুলিশের কাছে রয়েছে উল্লেখ করে সিলেট জেলা পুলিশ আয়োজিত আলেম-মাশায়েখদের সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী মতবিনিময় সভায় সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেন।

আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসছেন। ঠিক এসময় ডিআইজি এবং অর্থমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন সামনে রেখে সিলেটে জঙ্গি তৎপরতার বিষয়টি আলোচিত হওয়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল অর্থমন্ত্রীও প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিষয়টি সামনে রেখেই এই জঙ্গি তৎপরতার কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতার ক্ষেত্রে সিলেটের দুর্নাম আছে। ইদানীং সেই তৎপরতা বেড়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের দায়িত্ব বেড়ে যাবে। সে ক্ষেত্রে সবার সহযোগিতা থাকা প্রয়োজন।
জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন।
ৎপ্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আনুষ্ঠানিক সফরে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে সফল করে তুলতে হবে।

অর্থমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি মিজানুর রহমান, অর্থমন্ত্রীর ভাই ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে