মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৯:০৮:১৮

শীর্ষ আশাবাদী দেশের তালিকায় বাংলাদেশ

শীর্ষ আশাবাদী দেশের তালিকায় বাংলাদেশ

ঢাকা: অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে আশাবাদী দেশের তালিকায় দ্বিতীয় আস্থানে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন দেশের বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠানের আন্তর্জাতিক কনসোর্টিয়াম ওয়ার্ল্ডওয়াইড ইনডিপেনডেন্ট নেটওয়ার্ক-গ্যালাপ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বা উইন-গ্যালাপের জরিপে এ তথ্য উঠে এসেছে।

৬৮টি দেশে এ জরিপ চালানো হয়। গত শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
আশাবাদী বা সুখী দেশের এ তালিকার বাইরে হতাশাবাদী বা অসুখী দেশের তালিকাও প্রকাশ করেছে উইন/গ্যালাপ। তালিকা অনুযায়ী, নতুন বছর নিয়ে সার্বিকভাবে শীর্ষ হতাশাবাদী দেশ ইতালি। অর্থনৈতিক হতাশার শীর্ষে গ্রিস। এ ছাড়া সবচেয়ে অসুখী ছিল যুদ্ধ-হানাহানিকবলিত ইরাক।
জরিপের ফলাফল অনুযায়ী, নতুন বছরে সার্বিকভাবে আশাবাদী ওই জরিপে অংশ নেওয়া বাংলাদেশের ৭৪ শতাংশ মানুষ। এ সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে নবম (৪৭%) ও দশম (৪২%)। সূচকের শীর্ষ ১০ দেশের অন্যগুলো (দ্বিতীয় স্থান থেকে নিম্ন ক্রমানুযায়ী) চীন, নাইজেরিয়া, ফিজি, মরক্কো, সৌদি আরব, ভিয়েতনাম ও আর্জেন্টিনা।
অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আশাবাদী বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষে নাইজেরিয়া। বাংলাদেশের চেয়ে নাইজেরিয়ার মাত্র ১ শতাংশ বেশি মানুষ তাদের দেশের অর্থনীতি নিয়ে আশাবাদী। এ সূচকে শীর্ষ ১০টি দেশের মধ্যে পাকিস্তান ও ভারতের অবস্থান যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ। শীর্ষ দশের অন্য দেশগুলোর মধ্যে চীন (তৃতীয়), ভিয়েতনাম (চতুর্থ), মরক্কো (সপ্তম), ফিজি (অষ্টম), সৌদি আরব (নবম) ও আর্জেন্টিনা (দশম)।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে