ঢাকা: স্থগিত হওয়া ১৯টি পৌরসভার মোট ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ আজ মঙ্গলবার শুরু হয়েছে। সকাল আটটা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নানা অনিয়ম ও সহিংসতার কারণে ওই কেন্দ্র গুলোর ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। পরে ৬ জানুয়ারি স্থগিত এসব কেন্দ্রের পুনর্ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোট উপলক্ষে পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুনঃভোটকে কেন্দ্র উপলক্ষে ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে কমিশন।
এছাড়া দুই কাউন্সিলর প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ার কারণে চট্টগ্রামের চন্দনাইশেও ভোট গ্রহণ হচ্ছে আজ।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল