ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মাদ্রাসা ছাত্র কোরআন হাফেজ মাসুদুর রহমান (২০) নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরে জামিয়া ইউনিছুয়া মাদ্রাসাসহ জেলার শীর্ষস্থানীয় আলেমগণ বৈঠক করে আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছেন।
নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে। মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তার জানাযা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
নিহত মাসুদের সহপাঠীরা জানান, সোমবার রাতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মাসুদ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই শহরের টিএ রোড, হাসপাতাল রোড, কান্দিপাড়ার মোড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করে মাদ্রাসা ছাত্ররা। তারা মঠের গোড়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল