মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ১১:০৭:৩১

সীমান্তের কোল ঘেঁষে বিএসএফ তৈরি করলো ‘মাজার’

সীমান্তের কোল ঘেঁষে বিএসএফ তৈরি করলো ‘মাজার’

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাইয়ের (খালপাড়া) ভারতীয় সীমান্ত একটি মাজার তৈরি করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার এ খবর ছড়িয়ে পড়লে মাজারটি দেখার জন্য সীমান্তে হাজার হাজার উৎসুক নারী-পুরুষ ভিড় করছে।

সীমান্তবাসীদের অনেকেই জানায়, ‘ভারত সীমান্তের ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পের এক জোয়ান নিড়ার ডাঙ্গা নামক সীমান্তের ওই স্থানে প্রসাব করেছিলেন। এ ঘটনার পর ওই জোয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এমতাবস্থায় অসুস্থ ওই জোয়ান স্বপ্ন দেখেন যে তার প্রসাব করায় স্থানে একজন সুফি দরবেশের মাজার রয়েছে। আর তিনি ওই মাজারের উপরে প্রস্রাব করে মাজারের পবিত্রতা নষ্ট করা হয়েছে। ওই জোয়ান স্বপ্নে আরো জানেন যে, সেখানে দ্রুত একটি মাজার শরীফ গড়ে তুলে দিতে হবে। মাজার শরীফ গড়ে তোলা না পর্যন্ত ওই জোয়ান সুস্থ হয়ে উঠবে না, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে”।

‘পরে ওই জোয়ান স্বপ্নে দেখা স্থানটি পরিস্কার করে সেখানে একটি সামিয়ানা টাঙ্গানোসহ সবুজ রংগের পতাকা তুলে দিলে তিনি সুস্থ হয়ে ওঠতে থাকেন।’ পরে ‘সোমবার সকাল থেকে ওই স্থানে ইটপাথর সিমেন্ট বালু এনে মিন্ত্রি দিয়ে দ্রুতগতিতে একটি মাধ্যমে মাজার গড়ে তোলার নির্মাণকাজ শুরু করা হয়েছে। ফলে ওই বিএসএফ জোয়ান পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।’
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে