মেহেরপুর: বাল্য বিয়ের খবর জেলা প্রশাসনের কাছে আসা মাত্র বিলম্ব না করে কনকনে শীতের মধ্যেই রাত সাড়ে আটটার দিকে বিয়েস্থলে ছুটে গেলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ঘটনাস্থলে গিয়ে প্রথমে সোজা ভেঙে দেয় বিয়ে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার পর পাঠ করানো হয় শপথ। সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ঘটে এই ঘটনা।
জেলা প্রশাসন সূত্র জানায়, ওই গ্রামের বাবর আলীর মেয়ে ফাতেমা খাতুনের (১৫) সঙ্গে একই গ্রামের মো. আলেহীমের ছেলে বিপ্লবের (২২) বিয়ে হচ্ছিল। মেয়েটি দশম শ্রেণীর ছাত্রী। জেলা প্রশাসক শফিকুল ইসলাম বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ছুটে যান ঘটনাস্থলে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর ও কনের বাবা-মা সটকে পড়েন। হাতেনাতে ধরা হয় বরের ভাই সেন্টু ও কনেকে। পরে বর-কনের অভিভাবকদের ঘটনাস্থলে হাজির করেন এলাকাবাসী। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। বরের বাবা ও ভাই এবং কনে ও কনের বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর ওই বিয়ের আসরে উপস্থিত গ্রামবাসীদের বাল্যবিয়ে না দেওয়ার জন্য শপথ করান জেলা প্রশাসক।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল