ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত গ্রেড সমস্যা নিরসন না হবে ততক্ষণ পর্যন্ত দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি চলবে।
মঙ্গলবার গ্রেড সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।
এ এস এম মাকসুদ কামাল বলেন, সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি চলছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলতে থাকবে।
প্রসঙ্গত, শিক্ষকদের আন্দোলনের ফলে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে গেছে। এর ফলে লাখ লাখ ছাত্রছাত্রী পড়েছে অনিশ্চয়তার মুখে। সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও পৃথক বেতন স্কেলের দাবিতে শিক্ষকেরা কঠোর অবস্থানে গেলেও গতকাল পর্যন্ত অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের মধ্যে এ বিষয়ে তৎপরতা দেখা যায়নি।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল