চট্টগ্রাম: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ, ছাত্রলীগ ও মাদ্রাসার ছাত্রদের ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ পবিত্র কোরআনের হাফেজ ও ওই মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমান নিহত হওয়ার ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী।
আল্লামা শফির বরাত দিয়ে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, মঙ্গলবারের (আজ) মধ্যে ওই খুলে না দিলে এবং মাদরাসায় হামলা ও ছাত্র নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করলে যেকোনো পরিস্থিতির জন্য দায়ী থাকবে সরকার।
সরকার যদি দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা না করে তাহলে ওলামায়ে কেরাম মাঠে নামতে বাধ্য হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আজকের মধ্যে দুইটি মাদরাসা খুলে দিতে এবং হামলা ও ছাত্র নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল