মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০১:৩০:২১

‘বিমানকে লাভজনক করতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’

‘বিমানকে লাভজনক করতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্গোর প্রয়োজন। সরকার এ জন্য বিমানকে সব ধরণের সহয়োগিতা দেবে।’

মঙ্গলবার মেঘদূত ও ময়ূরপঙ্খী নামে দুটি বোয়িংয়ের উদ্বোধনত্তর ভাষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। উদ্বোধন করা নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ১৬২ আসনের। এটি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করবে।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান কর্তৃপক্ষ। সে হিসেবে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের বহরে যুক্ত হয়েছে আগেই। পাল্কি, অরুণ আলো, আকাশ প্রদীপ ও রাঙ্গাপ্রভাত এখন বিমানের গর্ব।

২০১৭ সালে বোয়িং ড্রিমলাইনার দুটি এবং ২০১৯ সালে আরও দুটি ড্রিমলাইনার যুক্ত হওয়ার কথা রয়েছে বলেও বিমান কর্মকতারা জানিয়েছেন।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে