সাভার: সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ছবি ব্যঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে নঈম আল-নোমান (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার আবদুস সালাম মিয়ার ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, আটককৃত ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এইচ এম এরশাদের ছবি ব্যঙ্গচিত্র করে ফেসবুকে ছাড়েন। পরে স্থানীয়রা ওই ছবি ফেসবুকে দেখে পুলিশকে খবর দিয়ে তাকে উত্তরপাড়া থেকে তাঁকে আটক করা হয়।
আটক নঈম আল-নোমানের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্তা ব্যক্তি।
সূত্র: কালের কণ্ঠ
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল