সোমবার, ০১ নভেম্বর, ২০২১, ০৭:৪৬:০৫

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, ৩ জনের ১০ বছরের কারাদণ্ড

পাবনার আতাইকুলায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি ও অবমাননাকর প্রচারের ঘটনায় সাইবার আইনে দায়েরকৃত মামলায় ৩ আসামির প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। এছাড়া সাজাপ্রাপ্তদের ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকেলে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই আসামি এহসান ও জহিরুল আদালতে হাজির ছিলেন। অপর আসামি খোকন এখনো পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) কটূক্তি করা ছবি আপলোড করা হয়। পরে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে এ ঘটনায় ৫৭ ধারায় মামলা হয়। 

পরে তদন্তে জানা যায়, আসামি আমিনুল এহসান তার দোকান থেকে মহানবীকে (সা.) কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করে। অপর আসামি খোকন, জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড ও প্রচার করে। আসামি আমিনুল এহসান আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে