ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে সমনের বিষয়টি জানিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্টে এ মামলার পরবর্তী দিন ১৪ ফেব্রুয়ারি ধর্য করা হয়েছে ।
মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আদালত তারেকের প্রতি পুনরায় নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখাকে সমন জারির বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল