নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ হওয়া মাদরাসা আজ মঙ্গলবারের মধ্যে খুলে না দেয়া হলে এবং মাদরাসায় হামলা ও ছাত্র নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করলে সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী।
আল্লামা শফীর বরাত দিয়ে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, দুইটি মাদরাসা বন্ধের ঘটনায় এদেশের আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মানুষ মর্মাহত। মাদরাসা খুলে না দিয়ে উল্টো নিরপরাধ ছাত্রদের ওপর হামলা-গুলি চালিয়ে এক ছাত্রকে হত্যা করা হয়েছে।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, আজকের মধ্যে দুটি মাদরাসা খুলে দেয়ার আহবান জানাচ্ছি। হামলা ও ছাত্র নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।
সরকার যদি দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয় তাহলে ওলামায়ে কেরাম মাঠে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।
১২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম